Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি হকি প্রতিযোগিতা সমাপ্ত

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি হকি প্রতিযোগিতা গত বৃহষ্পতিবার যশোরে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এর হকি মাঠে সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর দল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল রানারআপ হয়েছে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্ত খেলায় বিজয়ী দল ৪-১ গোলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দলকে পরাজিত করে। প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলের সার্জেন্ট সামিরুল সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন। বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক প্রধান অতিথি হিসাবে চূড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এর উর্ধ্বতন কর্মকর্তা, বিমান সেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান বাহিনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ