Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে ডিম দিবস পালিত

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

“জীবনের জন্য আমিষ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। সকালে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি, প্রাণীসম্পদ দপ্তর ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটি এর যৌথ উদ্যোগে সকালে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অলোকার মোড়ে এসে শেষ হয়। পরে চেম্বার অব কমার্স এর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“জীবনের জন্য আমিষ” প্রতিপাদ্যে আয়োজিত এ আলোচনা সভায় রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক এটি এম ফজলুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. চৌধুরী মো. জাকারিয়া, ভেটেরিয়ান এন্ড এনিমেল সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. এস. এম কামরুজ্জামান, সমাজ সেবা দপ্তরের পরিচালক জুলফিকার হায়দার, এফ.বি,সি,সি.আই পরিচালক মো. মনিরুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থা রাজশাহী ব্যুরো চীফ ড. মো. আইনাল হক প্রমুখ।
আলোচনার শুরুতে ডিম দিবসের উপর তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন রাবি অধ্যাপক ও লাইভস্টক সোসাইটির সভাপতি প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাবি ভেটেরিয়ান এন্ড এনিমেল সায়েন্স বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. খন্দকার মোজাফ্ফর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাবৃন্দ, রাজশাহী পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক, মুন্তাশির রহমান শুভ, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সদস্যবৃন্দ এবং রাবি ভেটেরিয়ান এন্ড এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিম দিবস

১৪ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ