পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর ধানমন্ডীর গণস্বাস্থ্য কেন্দ্র গতকাল বিকেলে হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনী ঘেরাও করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করেনি। তারা কেন বা কি কারণে হাসপাতালে এসেছিল তা জানা যায়নি। ধানমন্ডি থানা ঘেরাওয়ের বিষয়টি স্বীকার করেনি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ এ বিষয়ে বলেন, গতকাল বিকেল ৫ টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর ৮/১০ জন সদস্য কেন্দ্রের সামনের সড়কে অবস্থান নেন। তবে তারা কেউ ভেতরে প্রবেশ করেনি। তারা কেন এসেছিল সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, গতকাল ডায়ালাইসিসশেষে রাত পৌনে ৯ টার দিকে হাসপাতাল ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ। এছাড়া তিনি বাসায় পৌঁছেছেন বলে তার মেয়ে নিশ্চিত করেছেন। হাসপাতাল সংশ্লিষ্টদের ধারণা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে দেখা করতে বা কোন বিষয়ে আলাপ করতে তারা এসে থাকতে পারেন। এদিকে, জাতীয় ঐক্য সংশ্লিষ্ট নেতাকর্মীরা বলছেন, আতঙ্ক তৈরি করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণস্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে থাকতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।