Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়ায় লাভের চেয়ে ক্ষতি বেশি

প্রতিবাদ সভায় ডা. জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়া করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওষুধসহ নিত্যপণ্যের ম‚ল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি এ প্রতিবাদ সভার আয়োজন করে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এ সরকার সাধারণ মানুষের নয়, এ সরকার ব্যবসায়ীদের। ভ্যাকসিন নিয়ে কোনো তাড়াহুড়ার দরকার নাই। কার্যকারিতা প্রমাণিত না হওয়া পর্যন্ত এটা নিয়ে বেশি তাড়াহুড়া করতে যাবেন না। ব্রিটিশ একটি জার্নাল লিখেছে, ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়া করলে লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়া করলে ব্যবসায়ীরাই কেবল লাভবান হবে। অনেকেই আপনারা জানেন, যে চুক্তি করেছে সেটার থেকে দুই ডলার কমে ভ্যাকসিন পাওয়া যেত, যদি সরকারি কোম্পানি ইডিসি’র (এসেনশিয়াল ড্রাগস কোম্পানি) মাধ্যমে আনা হতো।

ডা. জাফরুল্লাহ বলেন, এটা জনগণের পয়সা, অপব্যয় করার অধিকার সরকারের নেই। ব্যাবসায়ী-আমলারা সরকারকে বোকা বানাচ্ছে। ন্যায়-নীতির পক্ষে থাকেন। তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ব্যাবসায়ী-আমলা জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।
রাজধানীতে হঠাৎ সভা-সমাবেশের ওপর বিনিধিনিষেধ আরপের কঠোর সমালোচনা করে তিনি বলেন, পুলিশকে দিয়ে হঠাৎ নোটিশ! সভা-সমাবেশ করতে হলে অনুমতি নিতে হবে! আমি বলতে চাই, পুলিশ সরকারের খাদেম না, জনগণের খাদেম। পুলিশের শত অভাব-অভিযোগ আছে। পুলিশের থাকার জায়গা নাই। তাদের বাইরে গিয়ে থাকতে হয়, বেতনের চেয়ে বেশি ভাড়া দিয়ে। এই অবস্থায় থাকলে ঘুষ খাবে না কী করবে? আমার পুলিশ ভাইদের প্রতি অনুরোধ, অন্যায় কথা আপনারা শুনবেন না। যাই কিছু করেন, হকারদের কাছ থেকে পয়সা নেবেন না।

আলেম-উলামাদের উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভাস্ককর্য নিয়ে অযথা বিতর্ক না করে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দ্রব্যমূল্য ইস্যুতে রাজপথে আন্দোলন করুন। দ্রব্যমূল্য বৃদ্ধির সুফল কৃষক পায় না, মধ্যস্বত্বভোগীরা পায়। দ্রব্যমূল বেড়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না, এগুলো নিয়ে আন্দোলন করেন। সরকারের কিছু পয়সা পেয়ে তাদের কথায় নাচবেন না। তাদের কথায় নাচলে আপনাদেরই ক্ষতি হবে।
ওষুধের দাম কমানোর দাবি জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে ওষুধ থেকে শুরু করে চিকিৎসা সেবার প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। ১৯৮২ সালে যে ওষুধ নীতি করা হয়েছিল, সরকার যদি সেই নীতি মানে, নিয়ম মানে, তাহলে ১৫ দিনের মধ্যে ওষুধের দাম অর্ধেক কমে যাবে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, বিএনপির নির্বাহী সদস্য অপর্ণা রায়, রফিক সিকদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণস্বাস্থ্য কেন্দ্র

২৯ ডিসেম্বর, ২০২০
১৭ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ