Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিএসএমএমইউতে কিট জমা দিল গণস্বাস্থ্য কেন্দ্র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস শনাক্তকরণে নিজের উদ্ভাবিত ‘র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নমুনা জমা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। গতকাল বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী একথা জানান।

তিনি বলেন, বিএসএমএমইউ আমাদের উদ্ভাবিত কিটের ২০০ নুমনা জমা নিয়েছে। পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ফি ছিল সেটাও আমরা জমা দিয়ে দিয়েছি। আশা করছি, কিটের কার্যকারিতা পরীক্ষা সম্পন্ন করে আগামী সাত দিনে মধ্যে তাদের রিপোর্ট ওষুধ প্রশাসনের কাছে দেবেন।

কার্যকারিতা পরীক্ষার প্রক্রিয়া জানতে চাইলে ডা. জাফরুল্লাহ বলেন, এখন তারা (বিএসএমএমইউ) তুলনা করবেন। তাদের কাছে যেসব রোগী আসে তার যে পিসিআর করে তারা টেস্ট করেন, সেভাবে এই ২০০ কিটও রোগীর রক্ত নিয়ে পরীক্ষা করে দেখবেন, তুলনা করবেন। এরপর তারা একটা প্রতিবেদন দেবেন।

গত ৩০ এপ্রিল ঔষধ প্রশাসন অধিদপ্তর গণস্বাস্থ্যকে তাদের উদ্ভাবিত কিটের নমুনার কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউ অথবা আইসিডিডিআরবিতে জমা দেওয়ার অনুমতি দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণস্বাস্থ্য-কেন্দ্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ