নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ কিশোরী দলকে অর্থ পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাতে গণভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই অর্থ পুরস্কারের চেক তুলে দেন কিশোরীদের হাতে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তত্ত¡াবধানে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গত মাসে ঢাকায় সমাপ্ত এই টুর্নামেন্টের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ কিশোরী দল। দেশের নারী ফুটবলকে আরো জাগিয়ে তুলতে প্রধানমন্ত্রী কিশোরীদের জন্য সংবর্ধনা ও অর্থ পুরস্কারের এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ কিশোরী ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ টাকা এবং কর্মকর্তাদেরকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, বাফুফে ও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি ছাড়াও নির্বাহী কমিটির সদস্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।