Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনম

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

রুবেন ফ্লেইশার পরিচালিত সুপারহিরো অ্যাকশন ফিল্ম ‘ভেনম’। ‘থার্টি মিনিটস অব লেস’ (২০১১), ‘গ্যাংস্টার স্কোয়াড’ (২০১৩) এবং ‘যম্বিল্যান্ড’ (২০০৯) ফ্লেইশার পরিচালিত চলচ্চিত্র।
অনুসন্ধানী প্রতিবেদক এডি ব্রক (টম হার্ডি) ড. কার্লটন ড্রেক (রিজ আহমেদ) নামে বিজ্ঞানীর মুখোশ খুলে দেয়ার অ্যাসাইনমেন্টে নিয়োজিত। সে জানতে পারে ড. ড্রেক তার গবেষণার জন্য অসহায় মানুষদের খুঁজে নেয় আর শেষে তাদের মৃত্যু হয়। তার প্রেমিকা অ্যান (মিশেল উইলিয়ামস) যে এই বিজ্ঞানীর জন্য কাজ করে তা তার পছন্দ নয়। এক রাতে এক নারীর (জেনি স্লেট) সঙ্গে তার পরিচয় হয় যে লাইফ ফাউন্ডেশনে কাজ করে এবং সে তার সাহায্য চায়। সে জানায় সিমবায়োটস নামে একটি প্রাণীর সন্ধান পেয়েছে সে আর তার দল এই প্রাণীটি মানুষকে আক্রমণ করে আর ড. কার্লটনের বিশ্বাস এই সিমবায়োটসের সঙ্গে মানুষের জেনেটিক মিশ্রণ ঘটালেই বিবর্তনের পরের পর্যায় সূচনা হবে। তদন্তের সময় গবেষণা সময় এমন এক প্রাণী এডিকে আক্রমণ করে এবং এরপর থেকেই সে নিজের মস্তিষ্কে অন্য কারও আওয়াজ অনুভব করতে থাকে, এই আওয়াজ জানায় সে বিদায় নেবে না এবং শুধু মন্দ মানুষকে শাস্তি দেবে। এরপর থেকে সে নিজের মধ্যে অসীম ক্ষমতা আবিষ্কার করে। এবং এক সময় সে অনুভব করে একে নিয়ন্ত্রণের ক্ষমতা তার নেই এই সহসত্তা নিজের নাম দেয় ভেনম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনম

১২ অক্টোবর, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ