প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আকাশ (আয়ুষ্মান খুরানা) একজন অন্ধ পিয়ানোবাদক। সে তার নিজের জন্য একটি সুরের সন্ধানে আছে। একদিন পথে সোফির (রাধিকা আপ্তে) সঙ্গে দেখা হলে সে তার সুরের অনুপ্রেরণা পেয়ে যায়। সোফির বাবার পিয়ানো বারে সে কাজও পেয়ে যায়। সোফির বন্ধুত্ব আর উৎসাহে সে তার নিজের সেই কম্পোজিশনটাও রচনা শুরু করে দেয়। কিন্তু বিভিন্ন ঘটনার কারণে সোফির মনে সন্দেহ জাগে আকাশ আসলেও অন্ধ কি ন। এমন করেই তার দিন কাটছিল। একদিন সে পুরনো দিনের অভিনেতা প্রমোদ সিনহা (অনিল ধাওয়ান) ফ্ল্যাটে পারফর্ম করার আমন্ত্রণ পায় প্রমোদ তার স্ত্রী সিমিকে (টাবু) জন্মদিনের সারপ্রাইজ দেয়ার জন্য প্রাইভেট সেই কনসার্টের আয়োজন করে। সিমি প্রথমে আকাশকে তার বাড়িতে ঢুকতে দিতে অনিচ্ছা প্রকাশ করে। অন্ধ জানতে পেরে তাকে শেষে ঢুকতে দেয়া হয়। আকাশ ফ্ল্যাটে ঢুকেই মেঝেতে একটি লাশ আছে অনুভব করে। সেখানে এক পুলিশের গোয়েন্দা লুকিয়ে আছে তাও অনুভব করে। জড়িয়ে পড়ে সে এক ষড়যন্ত্রের জালে। সন্দেহ আরও বদ্ধমূল হতে থাকে যে আকাশ আসলেই অন্ধ কি নয়। খুনটিই বা কে করেছে? এর পেছনে কারণ কি?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।