Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

তিতলি’র আঘাত মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসনের প্রস্তুতি

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১০:০০ পিএম


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ বৃহস্পতিবার সকাল নাগাদ উত্তর অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘তিতলি’র আঘাত মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। এ উপলক্ষে এক জরুরি সভা বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আবদুর রহমানের সভাপতিত্বে সভায় ঘূূর্ণিঝড় ‘তিতলি’ মোকাবেলায় প্রয়োজনী করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর প্রস্তুত উল্লেখ করে জানানো হয়, উপকূলের লোকজনকে নিরাপদে সরিয়ে আনা, তাদের আশ্রয় ও খাবারের ব্যবস্থাসহ নানা প্রস্তুতি ইতোমধ্যে রাখা হয়েছে।

প্রতি উপজেলা কর্মকর্তাকে মাইকিং করে দুর্যোগপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়। উপকূলে ফিরে আসার নির্দেশনা দেয়া হয়েছে সাগরে থাকা জেলার সব মাছ ধরার বোটগুলোকেও।

এডিসি কাজি আবদুর রহমান বলেন, ঘূর্ণিঝড় তিতলি মোকাবেলায় সকল প্রস্তুতি হাতে রেখেছে প্রশাসন। জরুরি অবস্থার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। ব্যবস্থা করে রাখা হয়েছে শুকনো খাবারের।
সভায় কক্সবাজার সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এড সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক মাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, কানিজ ফাতেমা মোস্তাকসহ পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার দুপুর থেকে কুতুবদিয়া উপজেলা প্রশাসন ৬ ইউনিয়নের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বিশেষ সচেতনতামূলক মাইকিং করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪নং হুঁশিয়ারি সংকেতের প্রেক্ষিতে দ্বীপের সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য মাইকিং করা হয়েছে। সংকেত বাড়লে সাইক্লোন শেল্টারসহ নিরাপদস্থানে সরে যেতে অনুরোধ করা হয় স্থানীয়দের।
একই ভাবে, কক্সবাজার সদরের পোকখালী, গোমাতলী, চৌফলদন্ডী, মহেশখালীর ধলঘাটা, মাতারবাড়ি, সোনাদিয়া, পেকুয়ার মগনামা, উজানটিয়া, রাজাখালী, চকরিয়ার চরণদ্বীপ, টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় মাইকিং করে এসব উপকূলে বসবাসকারীদের সতর্ক ও নিরাপদে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ