বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে দিনে দুপুরে একটি ফ্ল্যাট বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় লুটে নিয়ে গেছে নগদ টাকা,স্বর্ণালঙ্কার সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল।
গতকাল মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার স্বরণিকা মহল্লায় সিরাজ হায়দারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাড়ির মালিক সিরাজ হায়দার জানান, তার তিনতলা বাড়ির নিচ তলায় একটি ফ্ল্যাটে সাইফুল ও জাহিদ নামের দুই ব্যক্তি স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন। দুপুরে দুই পরিবারের সদস্যরা বাসায় তালা দিয়ে ব্যক্তিগত কাজে ঢাকায় যান। পরে বাড়িতে কেউ না থাকায় কেচি গেট দিয়ে ১০/১২ সদস্যের এক দল ডাকাত বাড়ির তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে নগদ টাকা স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, মোবাইলসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়।
পরে বিকেলে পরিবারের সদস্যরা বাসায় এসে ঘরের দরজা ভাঙ্গা এবং আলমারী খোলা দেখে সন্দেহ হয়। পরে দেখেন ঘরের আলমারী ফাঁকা মালামাল নেই। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।