Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

১৪ বছর পর অপেক্ষার প্রহর শেষ হলো মাহবুবা পারভীনের

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ৩:৫৩ পিএম

দীর্ঘ ১৪ বছর যাবৎ ধরে যে যন্ত্রনা বয়ে বেড়াচ্ছি, কিছুটা হলেও এ রায়ের মাধ্যমে স্বস্থি পাচ্ছি। তবে আর বেশি খুশি হতাম যদি গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসি হতো। গ্রেনেড হামলায় আহত সাভারের মাহবুবা পারভীন রায়ের প্রতিক্রিয়ায় বুধবার দুপুরে এ কথা বলেন।
মামলায় রায়ে ১৯ জনের মৃত্যুদন্ডে সন্তুষ্ট প্রকাশ করে তিনি আরো বলেন, তারেক রহমানের যাবৎজীবন না দিয়ে মৃত্যুদন্ড দেওয়া হলে আরো বেশি সন্তুষ্ট হতাম। তবুও অখুশি হয়নি।
মাহবুবা পারভিন বলেন, গ্রেনেড হামলায় আমি বেঁচে গেলেও এখনো শরীরে রয়েছে প্রায় ১৮শ’ স্প্রিন্টার। যার যন্ত্রনা বয়ে বেড়াতে হচ্ছে। তিনি বলেন, আগস্ট এলেই এর ভয়াবহ স্মৃতি মনে পড়লে এখনও আঁতকে উঠি। সেই স্মৃতি আজো তাড়া করে বেড়ায়, কান্নায় চোখ মুখ ভিজে যায়।
শরীরে এতো যন্ত্রনা সহ্য করে এই মামলার রায়ের জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন তিনি। আজকে রায়ের মধ্য দিয়ে তার অপেক্ষা শেষ হয়েছে।
তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর কন্যাকে যারা হত্যা করার ষড়যন্ত্র করেছে, আইভি রহমানসহ ২৩ জন নেতা কর্মীকে নিশংসভাবে হত্যা করলো তাদের শাস্তি দেখে যেতে পারবো কিনা সে নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলাম, অবশেষে এই রায়ের মধ্য দিয়ে তার অবসান ঘটেছে।
এখন মৃত্যুর আগে রায় কর্যকর দেখে যেতে পরলেই হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেনেড হামলা

২২ আগস্ট, ২০২০
২১ আগস্ট, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ