Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে শিবগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ৩:৪৭ পিএম

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রায় ঘোষণা হওয়ার পর পরই বুধবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানীর বাড়ি হতে একটি মোটর শোভাযাত্রা বের হয়। এরপর শোভাযাত্রাটি শিবগঞ্জ বাজারের মনাকষা মোড়ে পথসভায় মিলিত হয়। শোভাযাত্রাটি এমপি রাব্বানীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে পুখুরিয়ার শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রায় সহ¯্রাধিক মোটরসাইকেল অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডাভোকেট আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম চৌধুরী ডিউকসহ বিভিন্নস্তরের আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোটরসাইকেল শোভাযাত্রা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ