পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের সিদ্ধান্তের পর গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভা করে তাদের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। অপরদিকে, ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অর্ডিনেন্স সংশোধনের দাবিতে সেমিস্টার পরীক্ষা ও ক্লাস বর্জন করে ছাত্রলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। সংবাদ সম্মেলন করে তারা বহিষ্কারাদেশ প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সিরাজুল ইসলাম জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে ভিসির সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় গত রোববার পদার্থ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ানোকে কেন্দ্র করে শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সহ-সভাপতি ইমরান মিয়া ও পান্না দাস এবং যুগ্ম-সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসিন আরাফাতকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার তাদের সাময়িক বহিষ্কারের চিঠি দেয়া হয়েছে। কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না’ আগামি সাতদিনের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে।
প্রক্টর জানান, সোমবার রাতে রিজেন্ট বোর্ডের সভায় বোর্ড সদস্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সাইদুল হক চৌধুরীকে প্রধান করে একটি অর্ডিনেন্স সংশোধনী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন এই কমিটির সদস্য থাকবেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরীফ এনামুল কবিরকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামি তিন সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পিনাকী দে জানান, ছাত্রলীগ নেতাদের সাময়িক বহিষ্কারের পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মঙ্গলবার দুপুরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় বিভিন্ন দায়িত্ব থেকে পদত্যাগকরা ৫৬জন শিক্ষকের পদত্যাগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মহিউদ্দিন তাসনিমের বিরুদ্ধে ওই বিভাগের এক শিক্ষার্থীর আনা যৌন হয়রানির অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নির্যাতন ও হয়রানি প্রতিরোধ কমিটি’কে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।