প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : প্রায় এক বছর বিরতি শেষে আবার মিডিয়ায় নিয়মিত কাজ শুরু করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার নতুন করে যাত্রা শুরু হয় মাসুদ সেজানের নির্দেশনায় ‘লাভ অ্যাÐ কোং’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে প্রায়। মাহফুজ আহমেদ’র বিপরীতে এই ঈদ ধারাবাহিক নাটকের কাজ সম্প্রতি শ্রীমঙ্গলে শেষ করেছেন তিনি। তবে এরইমধ্যে তিনি চলচ্চিত্রে ফেরার কথাও জানিয়েছেন। শাহরিয়ার নাজিম জয়ের নির্দেশনায় ইমপ্রেসে টেলিফিল্মের প্রযোজনায় ‘বন্ধ দরজা’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। মে মাসেই চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেবেন পূর্ণিমা। এদিকে পূর্ণিমা নতুন আরেকটি ঈদ নাটকের কাজ শুরু করেছেন। নাটকের নাম ‘গোপন’। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তুনু এবং নির্মাণ করছেন তপু। পূর্ণিমা বলেন, ‘গল্প ভালো লাগলে কাজ করতে ভালো লাগে। উৎসাহ পাই। শান্তনুর লেখা গোপন নাটকটির কাহিনী ভালো লেগেছে বলে কাজটি করছি।’ ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হচ্ছে। উল্লেখ্য পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।