Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিন্ন গল্প নিয়ে শুরু হয়েছে ‘রং ঢং’ ছবির কাজ

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রেম কিংবা অ্যাকশন ছবি দেখতে দেখতে মানুষ যখন একটু বিরক্ত ঠিক তখনই তরুণ নির্মাতা আহসান সারোয়ার ভিন্নধর্মী এক গল্প নিয়ে শুরু করেছেন তার দ্বিতীয় ছবি ‘রং ঢং’। এরইমধ্যে এ ছবির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। পানামা সিটিতে শুরু হওয়া একটি মফস্বল এলাকার মতো সেট বানিয়ে প্রথম ধাপের কাজ করা হয়েছে। সেখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, আমিন আজাদ, জামিল হোসেন (মীরাক্কেল), শামিম হোসেন, মাখনুন, ইয়াসিন, আকিব, সাদাফ প্রমুখ। বø্যাকশাইন প্রোডাকশন প্রযোজিত এ ছবিটি নিয়ে পরিচালক আহসান সারোয়ার বলেন, একটি সমাজে কিছু ভালো কিছু খারাপ মানুষের বসবাস থাকে। দেশপ্রেম, সংস্কৃতি, আর স্বপ্ন নিয়ে চলতে থাকে তাদের জীবনের গল্প। কোন এক ঝড় এসে উল্টে পাল্টে দিয়ে যায় তাদের সবকিছু। পাল্টে যায় তাদের চলার পথ। এমনই এক বক্তব্য থাকবে আমার ছবিতে। এর আগে আমার লেখা ও চিত্রনাট্যে প্রথম ছবিটি ছিল ‘আমরা করবো জয়’। শিশুতোষ এ চলচ্চিত্রের পর এ ছবির কাজ শুরু করলাম। এরইমধ্যে এ ছবির দুটি গানের কাজ শেষ হয়েছে। গান দুটির সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু এবং রোমান্স। উল্লেখ্য, ‘রং ঢং’ চলচ্চিত্রে লুৎফর রহমান জর্জকে একটি স্কুলের সঙ্গীত শিক্ষক, মীরাক্কেলের জামিলকে সেই স্কুলের চাকরিজীবী, স্বাধীন খসরুকে একজন আদর্শ বাবা, শামিম হোসেনকে একজন দালালের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বাকি চরিত্রগুলো নিয়েও থাকবে নানা চমক। পরিচালক আরও বলেন, শিগগিরই আরও কিছু তারকা অভিনেতা এ ছবির সঙ্গে যুক্ত হচ্ছে। শিগগিরই তা আমরা সকলকে জানিয়ে দিব। আশা করি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিন্ন গল্প নিয়ে শুরু হয়েছে ‘রং ঢং’ ছবির কাজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ