Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার নির্বাচনের সুন্দর পরিবেশ ধরে রেখেছেন -মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ৬:১৮ পিএম

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নায়ারন চন্দ্র চন্দ বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের সুন্দর পরিবেশ ধরে রেখেছেন। তাই আগামী নির্বাচন সুষ্ঠ হবে এতে কোন সন্দেহ নেই। নির্বাচন উপলক্ষে সকল রাজনৈতিক দল প্রচারনার সুযোগ পাবে এতে ভয়ের কিছু নেই।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনষ্টিটিউট (বিএলআরআইএ) দুই দিনব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী এসময় আরও বলেন, বর্তমান সরকার দেশের অনেক উন্নয়ন করেছে। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিবেন। জাতিসংঘসহ বিশে^র বিভিন্ন দেশ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান।
মন্ত্রী বলেন, ড. কামালের নেতৃত্বে দেশে যে জোট হয়েছে সেটি মাঝা ভাঙ্গা জোট এ জোটের সকল নেতাকর্মীরা দুর্নীতিগ্রস্থ। তাই তাদের জোট দেখে বর্তমান সরকার ভীত না।
বিএনপি সম্পর্কে মন্ত্রী বলেন, নানা জটিলতা ও পরাজয়ের ভয়ে বিএনপি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইছেন না।
বিএনপি দলের প্রধান হচ্ছেন খালেদা জিয়া। বিভিন্ন দুর্নীতির মামলায় খালেদা জিয়ার যদি সাজা হয় এবং তিনি যদি নির্বাচনে অংশ না নিতে পারেন তাহলে তাদের দলের অনেক নেতাকর্মী আছে তারা নির্বাচনে অংশ নিবে।
বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. মো. এনামুর রহমান, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছ উল আলম মন্ডল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. কবির ইকরামুল হক প্রমূখ।
দুই দিনব্যাপি এ অনুষ্ঠানে দেশের সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের বিজ্ঞানীসহ তিনশ জন অংশগ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ