Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা ন্যায় বিচার চাই -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ১১:৩৩ এএম | আপডেট : ২:১০ পিএম, ৯ অক্টোবর, ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নাশকতার চেষ্টা করলে তার সম‌ুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা ন্যায় বিচার চাই। আমি নিজেও তো এই হামলায় আহত হয়েছি। আমাদের নেত্রীর একটা কানের শ্রবণশক্তি চলে গিয়ে‌ছিল। আইভি রহমানসহ ২৪ জনের প্রাণ গেছে। কাজেই এই ধরনের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে না এই ইমপিউনিটি কালচার গড়ে তুলব?

মঙ্গলবার সকা‌লে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আল রিয়াদ এক্সপ্রেস বাসের যাত্রা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ব‌লেন, সবাই জানে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড হচ্ছে হাওয়া ভবন, তারেক জিয়া। এখন সত্যকে আড়াল করে লাভ নাই। তারপরও আমরা এই ব্যাপারে রায়ের আগে কোনও কমেন্ট করতে চাই না। কিন্তু ন্যায়-বিচার যেন আমরা পাই। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি আদালতে।

এই রায় নিয়ে তৃণমূলে নেতাকর্মীদের নির্দেশনা বা কোন প্রতিক্রিয়া থাকবে কী না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার ছাড়া আমাদের আর কোনো প্রতিক্রিয়া নেই। বিএনপি এটাকে নিয়ে যদি কোনও সমস্যা তৈরি করতে চায়, যদি সহিংস নাশকতা করতে চায় সেটাকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরো ব‌লেন, আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে আছে। আমরা জানি, এই মামলার রায় নিয়ে বিএন‌পি এখন থেকে বড় ধরনের নাশকতা ও সহিংসতার পরিকল্পনা নিচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে এটা ২০১৪ সাল নয়, এখন ২০১৮ সাল। সেই ধরনের কোনও অপচেষ্টা হলে প্রতিরোধ করবে দেশের জনগণ।



 

Show all comments
  • Anwar Hossain ৯ অক্টোবর, ২০১৮, ২:৪৪ পিএম says : 0
    YES ALSO 'BDR''TRAGEDY , ONE ELEVEN , FIVE ELEVEN ,100 OF SAME ONE. !!!!!!!!!!!!...... I WONT TO JUSTICE. >>>>> 16 CRUD PEOPLE WONT TO JUSTICE >>>>>>>>(BUT WHRE IS THE JUSTICE) !!!!!!!!!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ