Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবি মেনে নিতে বাধ্য করা হবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকার সহজে জনগণের দাবি মেনে নেবে না। সরকার হৃদয়হীন, পাষাণ। ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে সরকারকে আমাদের ন্যায্য দাবি মেনে নিতে বাধ্য করা হবে। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টি ও বাংলাদেশ জনদলের আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্টে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, গত ৪৮ বছরে বর্তমান সরকারের মতো এমন নির্যাতনকারী- স্বৈরাচার সরকার বাংলাদেশে আসেনি। এই জুলুমবাজ সরকারকে হটানোর সময় কম। এর মধ্যে যদি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে তবে আমরা তা গ্রহণ করেই আন্দোলন চালিয়ে যাব। ৫ জানুয়ারির মতো এবার ওয়াকওভার দেওয়া হবে না।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ৫ জানুয়ারি দেশে নির্বাচনের নামে যে প্রহসন, অন্যায় ও অবৈধ কাজ কারবার হয়েছিল রকিব কমিশন তাকে বৈধতা দেয়। বর্তমান নির্বাচন কমিশনও একই পথে হাঁটছে। তারা অতীত থেকে শিক্ষা নেয়নি। তারা সুষ্ঠু নির্বাচনের পথে নেই। তিনি বলেন, মানুষ আজ আন্দোলন করতে গেলেই সরকার নির্যাতন করছে। অন্যায়ভাবে মানুষের নামে মামলা দিচ্ছে, হয়রানি করছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে।
মান্না বলেন, বর্তমান সরকার মানুষের সব গণতান্ত্রিক অধিকার হরণ করে নিজেদের জয়গান করানোর সব আয়োজন করছে। উন্নয়ন মেলার নামে দেশের মানুষকে সরকার বোকা বানানোর চেষ্টা করছে। অথচ দেশে সাড়ে চার কোটি বেকার। ধনীরা আরও ধনী আর গরিব আরও গরিব হচ্ছে।
তিনি বলেন, আমরা যুক্তফ্রন্টের পক্ষ থেকে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ৫ দফা দাবি দিয়েছি। পরে জাতীয় ঐক্য প্রক্রিয়ার পক্ষ থেকে সেই দাবি দেয়া হয়েছে। এর আগে বিএনপির পক্ষ থেকে একই দাবি দেয়া হয়েছিল। সাধারণ মানুষ-সাংবাদিকরা আমাদের কাছে জিজ্ঞাসা করে- এই সরকার তো দাবি মানবে না, শেখ হাসিনা ক্ষমতা ছাড়বে না, তাহলে আপনারা কি করবেন? আমি বলি ক্ষমতায় কেউ চিরস্থায়ী থাকে না।
সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুর নূর এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন ও বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ