Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালিয়াজুরীতে অবৈধ ভাবে বিক্রিত ৪০ পিস ত্রাণের টিন জব্দ

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ৭:০৯ পিএম

সরকারী ত্রাণের টিন অবৈধভাবে বিক্রির সময় ৪০ পিস টিন জব্দ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ২টার দিকে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারের ট্রলার ঘাটে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১২-১৩ ইং অর্থ-বছরে ত্রাণ অধিদপ্তরের মাধ্যমে কৃষ্ণপুর দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার মসজিদের জন্য ৪০ পিস (৫ বান্ডিল) টিন বরাদ্দ দেয়া হয়। কিন্তু এসব টিন মাদ্রাসার অধ্যক্ষ কাজী এহ্তেশামুল হক মসজিদের কাজে ব্যবহার না করে খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের রাজমিস্ত্রী মওলা মিয়ার কাছে অবৈধ ভাবে বিক্রি করে দেন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসি বিষয়টি তাৎক্ষনিক খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুকে জানায়। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও’র নির্দেশে খালিয়াজুরী থানা পুলিশ সোমবার বেলা ২টার দিকে কৃষ্ণপুর বাজারের ট্রলার ঘাটে একটি ট্রলার থেকে ৪০ পিস ত্রাণের টিন জব্দ করে। এ সময় ট্রলারে ক্রেতা বিক্রেতা কাউকেই পুলিশ পায়নি।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ হযরত আলী ত্রাণের টিন জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত টিনের ব্যাপারে আরো খোঁজ খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।



 

Show all comments
  • Joly ৯ অক্টোবর, ২০১৮, ৩:০৯ এএম says : 0
    Matro 40 ta ? Potidin koto tran posasoner naker doga sue jasse koto potinidir pete karo bolar sahos nei.=19 ta souro bdduter jonno poujon 19 ta poto o id forom puron kore joma dise sob.surera mile mere se 11 ta .r 8 ta oti sabdane bli korese.muk kullei jan jabe.এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণের টিন জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ