Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে মেয়রের দায়িত্বভার বুঝে নিলেন আরিফ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ৪:২১ পিএম

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র হিসাবে টানা দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

সোমবার নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তিনি কর্পোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে বিকাল ৩ টা ৫৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন।

এর আগে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন নবনির্বাচিত মেয়র। এসময় তার সাথে বেশ কয়েকজন কাউন্সিলর, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাজার জিয়ারত শেষে মেয়রের দায়িত্বগ্রহণের জন্য নগরভবনে প্রবেশ করলে আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে টানা দ্বিতীয়বার জয়লাভের পর আরিফুল হক চৌধুরী গত ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণ করেন।

এরপর ঢাকা থেকে তিনি স্বপরিবারে ইংল্যান্ড চলে যান। সেখানে প্রায় ২৩ দিন অবস্থান শেষে গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ