Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্রোহের আগুন আ.লীগে বিরোধীরা আতঙ্কে

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ডিএম রিয়াজুল ইসলাম সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

আসন্ন ৭ মে অনুষ্ঠিত ৪র্থ ধাপের নির্বাচনে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ১১টি ইউনিয়নে ৪৮ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৪৭২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ১১জন ও প্রধান বিরোধীদল বিএনপিধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন ১১ জন। ধল্লা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মো. আনোয়ারুল হক খানের চাপে কোনঠাসা হয়ে আছে নৌকা প্রার্থী মো. জাহিদ ভূইয়া। বিরোধীদল ধানের শীষের প্রার্থী মো. আবদুল আলী রয়েছেন গ্রেফতার আতঙ্কে। জামির্ত্তা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেনের চাপে নৌকা প্রতীক প্রার্থী আবদুল হালীম কোনঠাসা। ধানের শীষ প্রতীকে সাবেক চেয়ারম্যান এম.এ খালেক কোনঠাসা চান্দহর ইউনিয়নের ক্ষমতাসীন দলের প্রার্থী সাবেক চেয়ারম্যান সওকত হোসেন নৌকা প্রতীকের চাপে প্রধান বিরোধি দল ধানের শীষ প্রতীক মো. আমজাদ হোসেনের কর্মী সমর্থকদের পুলিশি হয়রাণিসহ হুমকি-ধামকি অব্যাহত রেখেছে বলে জানা গেছে। সায়েস্তা ইউনিয়নে ক্ষমতাসীন দলের মোসলেম উদ্দিন চৌকিদারের দাপটে ও পুলিশি হয়রাণির স্বীকার হচ্ছেন বিএনপির নেতা কর্মীরা। সম্প্রতি সায়েস্তা ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদককে মিথ্যা মামলায় জেলে পুড়েছেন। এ ঘটনার পর থেকে বিএনপির প্রার্থী ইঞ্জিয়ার মো. মোজাম্মেল হক রয়েছেন গ্রেফতার আতঙ্কে। সিংগাইর সদর ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থী শেখ মো. জাহিদুল ইসলামের জনপ্রিয়তা কম তবে বিএনপির বিদ্রোহীর প্রার্থীর দাপটে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফজলুল হক ভূইয়া কোনঠাসা হয়ে আছে। জয়মন্টপ ইউনিয়নে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের ইঞ্জিয়ার সাহাদাৎ হোসেন রয়েছেন বেকায়দায় আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী মো. আমিনুর রহমান সেন্টু ও মো. আলমাছ উদ্দিনের চাপে তবে বিএনপি প্রার্থী খান মো. হাবিবুল আলম নিরবে কাজ চালিয়ে যাচ্ছেন। চারিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী একটু দুর্বল তবে বিরোধি দল বিএনপির প্রার্থী একাধিক হওয়ায় ধানের শীষের ভরা ডুবির সম্ভাবনা বেশি। জামশা ইউনিয়নের ক্ষমতাসীন দলের প্রার্থী মিজানুর রহমান মিঠু চেয়ে বিরোধি দলের প্রার্থী মো. আবুল হাশেম খান ভোটের দিকে এগিয়ে রয়েছেন। বায়রা ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন দেওয়ান জিন্নাহ বিএনপিধানের শীষ প্রতীক মো. সেলিম বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন দেওয়ান সোহেল এই ইউনিয়নে হাড্ডা-হাড্ডি লড়ায়ের সম্ভাবনা রয়েছে। বলধারা ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মাজেদ খান বিএনপির মো. আব্দুল কাদের সিকদার রয়েছেন মামলা, হামলা ও গ্রেফতার আতঙ্কে। তালেবপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মো. রমজান আলী ধানের শীষে প্রার্থী মুনসি সুলতান মাহমুদ একটু দুর্বল তবে স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন হেভি ওয়েট প্রার্থী। উপজেলার বিভিন্ন এলাকার ঘুরে জানা গেছে এক প্রার্থী আরেক প্রার্থীকে দোষারোপ করছে। তবে ভোটাররা বলেন, আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট কেন্দ্র জাতে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোটাধীকার প্রয়োগ করতে পারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্রোহের আগুন আ.লীগে বিরোধীরা আতঙ্কে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ