নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরের মাঠে ২-০ গোলে পিছিয়ে থেকেও দারুণ এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে হোসে মরিনহোর ‘রকিং চেয়ার’টা কিছুটা হলেও শান্ত হয়েছে। কিন্তু এরই মধ্যে ইউরোপের আরো দুটি কোচের চেয়ার নড়বড়ে হয়ে পড়েছে। পরশু রাতে মিনোজ আলাভেসের কাছে ১-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যু কোচ হুলেন লোপেতেগির দশাটা তাই না বললেও অনুমান করে নেওয়া যায়। একই রাতে ঘরের মাঠে বরুশিয়া মশেনগব্লাখের কাছে ৩-০ গোলে হেরে একই দশায় পড়েছেন বায়ার্ন মিউনিখ কোচ নিকো কোভাচও।
লিওনেল মেসি ঠিকই বলেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদ সাদামাটা একটা দল। বার্সেলোনা তারকার এহেন মন্তব্য তখন ভালোভাবে নেয়নি রিয়াল। লোপেতেগি নিজে মেসির মন্তব্যের প্রতিবাদ করেছিলেন। কিছুদিন না যেতেই সেই লোপেতেগি পড়েছেন সমালোচনার তপ্ত জারে। টানা চার ম্যাচ যে জয় নেই ইউরোপিয়ান জায়ান্টদের নামের পাশে। তার চেয়েও অবাক করা বিষয় হলো ১৯৮৫ সালের পর এই প্রথম চার ম্যাচে কোন গোল গোলই করতে পারেনি রিয়াল। এর মধ্যে ২০০২ সালের পর টানা তিন ম্যাচ লা লিগায়। সব মিলে ছয় ঘন্টা ৪৯ মিনিট প্রতিপক্ষের জাল আবিষ্কার করতে পারেনি টানা তিনবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ীরা।
এমতাবস্থায় রিয়ালের মত দলের কোচের চেয়ার নিয়ে সমালোচনা হওয়াটাই স্বাভাবীক। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে স্পেন দল থেকে ছাটাই হওয়া লোপেতেগি অবশ্য এসব সমালোচনা গায়ে মাখছেন না। তার মতে, ‘একজন কোচ এ নিয়ে ভাবে না। ...আমরা জানি যে আমরা ভালো সময়ে নেই। আর যত দ্রুত সম্ভব আমরা জয়ে ফিরতে চায়।’
চ্যাম্পিয়ন্স লিগে সিএসকেএ মস্কোর কাছে ১-০ গোলে হারের পর একই কথা বলেছিলেন লোপেতেগি। লা লিগায় খর্বশক্তির দলের বিপক্ষে জয়টা প্রত্যাশিতও ছিল। কিন্তু ৭০ শতাংশ বলের দখল আর ১৩বার পোস্টে শট নিয়েও জাল আবিষ্কার করতে পারেননি বেনজেম-মড্রিচ-বেল-কাসিমিরোরা। এই দুই ম্যাচের আগে লিগে সেভিয়ার কাছে ৩-০ গোলে উড়ে যাওয়ার পর ঘরের মাঠে নগর প্রতিদ্ব›দ্বী অ্যাটটিকার সঙ্গে গোলশূন্য ড্র করে লস বø্যাঙ্কোসরা।
এরপর থেকেই রব উঠেছে লোপেতেগির চেয়ার নিয়ে। এমন সময় অবশ্য শিস্যদের পাশে পাচ্ছেন লোপেতেগি। অধিনায়ক সার্জিও রামোসের মতে, ‘লোপেতেগির ছাঁটাই করা হবে পাগলাটে সিদ্ধান্ত।’ ম্যাচ শেষে তিনি বলেন, ‘পরিবর্তন অনেক সময় ভালো, আবার খারাপও হতে পারে। তবে কোচ পাল্টানোর সিদ্ধান্তটা একটু দ্রুত হয়ে যায়।’ রোনালদোর অভাব রিয়াল টের পাচ্ছে বলেও মনে কররেন স্প্যানিশ ডিফেন্ডার, ‘ফুটবলে ফলই সব। আমাদের পক্ষে তা আসছে না। সবাই বলছে, রোনালদো চলে যাওয়ার পর থেকেই সংকটের মধ্যে পড়েছে রিয়াল। কিন্তু আমরা তো রোনালদোকে নিয়েও সংকটের মধ্যে পড়েছি।’
শুধু রিয়ালকে নিয়ে বললে আলাভেসের অর্জনকে খাটো করে দেখা হয়। ঘরের মাঠে এদিন তারা গোছালো আক্রমণ করেছে। যদিও গোলের জন্য ম্যাচের শেষ শট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। ম্যাচের যোগ করা সময়ে গার্সিয়া সানচেজের হেড রিয়ালের জালে জড়ায়। সেই গোলেই ১৯৩১ সালের পর রিয়ালের বিপক্ষে জয় পায় আলাভেস। অবাক করার বিষয় হলো লিগে এখন রিয়াল ও আলাভেসের পয়েন্ট সমান ১৪ করে। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্টও একই। গত রাতে অবশ্য ভ্যালেন্সিয়াকে হারিয়ে তিন পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মেসি-সুয়ারেজদের সামনে। সেটা হলে এক ধরণের আত্মতৃপ্তি নিয়েই আন্তর্জাতিক বিরতিতে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।
তৃপ্তির কোমল বাতাস ইতোমধ্যে ছুঁয়ে গেছে মরিনহোকে। টানা চার ম্যাচ জয়হীন থাকায় ইংলিশ গণমাধ্যম তো তার বহিষ্কারের কাব্যও লিখে ফেলেছিল। ঘরের মাঠে পরশু প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর সেই কাব্য যেন নতুন মাত্র খুঁজে পায়। কিন্তু দ্বিতীয়ার্ধে হুয়ান মাতা ও অঁতোয়ান মার্শিয়ালের গোলে সমতায় ফেরার পর ৯০তম মিনিটে বদলি খেলোয়াড় অ্যালিক্সিস সানচেসের গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। এমন জয়ের পর সংবাদ সম্মেলনে চিরাচরিত ভঙ্গিতে কথা বলেছেন মরিনহো, ‘আমাকে উদ্দেশ্য করে অনেক কিছুই হচ্ছে। অনেক কথা হয়েছে। ভাবছিলাম লন্ডনে কাল বৃষ্টি হলেও সেটি আমার দোষ।’
এমন উথাল পাতালের রাতে বেনতেকুর ও রোনালদোর গোলে উদিনেসিকে ২-০ গোলে হারিয়ে সেরি আ’তে আট ম্যাচে শতভাগ জয় ধরে রেখেছে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। তবে শেষ রক্ষে হয়নি বুন্দেলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। ঘরোয়া লিগে টানা দুই ম্যাচসহ সব মিলে টানা চার ম্যাচ জয়হীন দলটি। পয়েন্ট টেবিলেও নেমে গেছে পাঁচ নম্বরে! এমতাবস্থায় চাপ অনুভব করতেই পারেন কোচ নিকো কোভাচ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।