Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বড়াইগ্রাম ও সিংড়ায় নৌকা প্রতীক পেলেন যারা

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রাম ও সিংড়া উপজেলায় মোট ১৯ ইউপি চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। ঢাকার ধানমন্ডি কার্যালয় থেকে এসব মনোনয়ন দেয়া হয়েছে। এরমধ্যে বড়াইগ্রাম উপজেলার জোয়ারিতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁদ মাহমুদ, বড়াইগ্রাম সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মমিন আলী, জোনাইল ইউনিয়নে তোজাম্মেল হোসেন, নগরে মহিলা লীগ নেত্রী নীলুফার ইয়াসমিন ডালু, মাঝগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন মোল্লা, গোপালপুরে বর্তমান চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, চান্দাই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহ্কে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক জানান, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত ও আভ্যন্তরীণ জরিপের আলোকে প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। দলের বৃহত্তর স্বার্থে যেখানে যাকে মনোনয়ন দেয়া হয়েছে নেতাকর্মীরা তাদের পক্ষেই মাঠে থাকবেন। এদিকে সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নেও দলীয় মনোনয়ন দেয়া হয়েছে দলের ত্যাগী নেতাকর্মীদের। এর মধ্যে শুকাশ ইউনিয়নের আব্দুল মজিদ, ডাহিয়া ইউনিয়নের এমএম আবুল কালাম, ইটালী ইউনিয়নে আরিফুল ইসলাম আরিফ, কলম ইউনিয়নের মাঈনুল হক চুন্নু, চামারী ইউনিয়নে রশিদুল মৃধা, হাতিয়ান্দাহ ইউনিয়নে মাহবুব উল আলম, লালোর ইউনিয়নে নজরুল ইসলাম, শেরকোল ইউনিয়নে লুৎফুল হাবিব রুবেল, তাজপুর ইউনিয়নে মিনহাজ উদ্দিন, চৌগ্রাম ইউনিয়নে জাহেদুল ইসলাম ভোলা, ছাতারদিঘী ইউনিয়নে প্রদীপ কুমার রুদ্র এবং রামানন্দ খাজুরা ইউনিয়নে তপন কুমার সরকারকে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এই উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে দলীয় ফরম সংগ্রহ করেছিলেন মোট ৭৩ জন চেয়ারম্যান প্রার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড়াইগ্রাম ও সিংড়ায় নৌকা প্রতীক পেলেন যারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ