Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরীপুরে নকল নবীসদের কলম বিরতি

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

বাংলাদেশ এক্সট্রা মোহরা (নকল নবীস) এসোসিয়েশনের ডাকে সারা দেশের ন্যায় গৌরীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মরত নকল নবীসরা গত ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল ৫দিনের কলম বিরতি কর্মসূচি পালন করে যাচ্ছে। এ প্রসঙ্গে গৌরীপুর উপজেলার বাংলাদেশ এক্সট্রা মোহরা (নকল নবীস) এসোসিয়েশনের সভাপতি সৈয়দ খায়রুল বাশার জানিয়েছেন নকল নবীসদের সরকারী স্কেলভুক্তকরা, বকেয়া পারিশ্রমিক বিল পরিশোধ ও বিভিন্ন অনিয়ম বন্ধের দাবীতে এসোসিয়েশন এ কর্মসূচি পালন করছে। বর্তমানে আমরা সঠিকভাবে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এর পরও যদি সরকার তাদের ন্যায্য দাবী না মেনে নেয় তাহলে আগামী ৩ মে ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ আন্দোলনে জনগণের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৌরীপুরে নকল নবীসদের কলম বিরতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ