রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া গ্রামের আট কোটি টাকার সম্পত্তি প্রতারণা ও ভুয়া দলিলের মাধ্যমে জোরপূর্বক দখলের চেষ্টা করছে এক শিল্পমালিক। জমির প্রকৃত মালিক আদালতের ছয়টি মামলার রায় পেয়েও জমি বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন।
জমির মালিক মাসুম চৌধুরী জানায়, পৌর এলাকার দত্তপাড়া গ্রামের চৌদানা মৌজায় ১৭২ শতাংশ জমি সানিফয়েলস অ্যান্ড পলিমার ইন্ড্রাস্ট্রিজের মালিক আল-মোস্তফা জালিয়াতি ও ভুয়া দলিলের মালিকের থেকে তার ছোট ভাই জাফর ইকবালের নামে আমমোক্তার দলিলে হস্তান্তর করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এই জমির মালিকানা নিয়ে আদালতে ছয়টি মামলা হয়েছে। ছয়টি মামলায় আমার পক্ষে রায় দেয় আদালত। আমি সম্পত্তির নামজারি ও খাজনা পরিশোধ করে দীর্ঘ দিন বসবাস করছি।
মাসুম চৌধুরী আরো বলেন, ১৯৬৩ সালে বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি অফিসে বায়না দলিলে গোলাম মোস্তফা বাবুল সম্পত্তির মালিকানা দাবি করেন। ওই সময়ে বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি অফিস ছিল না। উপজেলার বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি অফিসটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে। তাই যেহেতু সাব রেজিস্ট্রি অফিসই ছিল না, সেখানে দলিল সম্পাদন হওয়ার প্রশ্নই আসে না। আমার থেকে ওই কোম্পানির মালিক জমিটি ক্রয় করতে না পেরে ভুয়া মালিক গোলাম মোস্তফা বাবুলের কাছ থেকে তার ভাইয়ের নামে সম্পত্তিটি আমমোক্তার করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। আমাদের আরো মামলায় ফাসিয়ে দেয়ার হুমকি এবং দখলে নেয়ার চেষ্টা করছে।
উল্লেখ্য, ইতোপূর্বে সানিফয়েলস এন্ড পলিমার ইন্ড্রাস্ট্রিজের মালিক আল-মোস্তফা উপজেলার বৈদ্যেরবাজার লঞ্চঘাট মেঘনা নদীর দেড় লাখ বর্গফুট নদী দখল করে এবং বালু ভরাট করে মেনীখালী নদী বন্ধ করলে বিআইডবিøওটিআই বালু অপসারণের নির্দেশ দেয়। উপজেলার ইসলামপুরে গুচ্ছগ্রাম ও খাস সম্পত্তিও দখলে নেয় আল-মোস্তফা। এ বিষয়ে জাফর ইকবাল অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই। তবে মাসুম চৌধুরী গং আমাদের ক্রয়কৃত সম্পত্তি দখল করে আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।