রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে আব্দুল বাতেন (৫৫) নামে ১জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত গত রোববার বিকালে উপজেলার শিবনগর ইউনিয়নের বাগড়া গ্রামে। নিহত আব্দুল বাতেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাটিয়া গ্রামের মৃত নজমুল ইসলামের ছেলে। এই ঘটনায় গত সোমবার বিকালে নিহত আব্দুল বাতেনের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে হত্যাকরী আব্দুল হাকিমের ছেলে আব্দুল আলীমকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী মামলার বিবরণ সূত্রে জানান, নিহত আব্দুল বাতেন দীর্ঘদিন থেকে উপজেলার বাগড়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। পারিবারিক কলহের জের ধরে গত রোববার বিকালে আছিয়া বেগমের ভাই আব্দুল হাকিমের ছেলে আব্দুল আলীম লাঠি দিয়ে তার ফুফা আব্দুল বাতেনের মাথায় আঘাত করে। এতে আব্দুল বাতেন গুরুতর আহত হলে তৎক্ষণাৎ তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আব্দুল বাতেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার আব্দুল বাতেনের মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।