Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলিশ রক্ষায় ২২ দিন সাগরে মাছ ধরা নিষেধ

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ১০:৪৯ এএম

ইলিশ মাছের বংশ বিস্তারে প্রধান প্রজনন মৌসুমে সাগরে ২২ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছ।

৬ অক্টোবর শনিবার দিনগত রাত অর্থাৎ ১২টা থেকে ২২ দিন (২৮ অক্টোবর পর্যন্ত) ইলিশ ধরা ও বিক্রির উপর এ নিষিদ্ধ থাকবে।

একইসঙ্গে এ সময়ে ৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় অন্যান্য সব ধরনের মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয়ও সরকার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫) অনুযায়ী নিষিদ্ধের এ সময় নির্ধারণ করা হয়েছে। গত বছর নিষিদ্ধের সময় ছিল ১-২২ অক্টোবর।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করলে ১ থেকে ২ বছর মেয়াদে জেল বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা ভোগ করতে হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ