Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

শুরুর আগেই ধ্বংসের হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

গোপনে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে রাশিয়া। আর তা না করার জন্যে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আর এরপরেও তা করা হলে ক্ষেপণাস্ত্র সিস্টেমটি কার্যকর হওয়ার আগেই সেগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের। নেটোতে নিযুক্ত ওয়াশিংটনের দূত কে বেইলি হাচিসন এহেন হুঁশিয়ারি দেন। একটি চুক্তি লংঘন করে রাশিয়া ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছে বলে ধারণা আমেরিকার। যা মস্কোকে অল্প সময়ের নোটিসশেই ইউরোপের যে কোনও স্থানে পারমাণবিক হামলা চালানোর সুযোগ করে দেবে। রাশিয়া অবশ্য শুরু থেকেই এই চুক্তিটি লংঘনের অভিযোগ অস্বীকার করে আসছে। হাচিসন এই প্রসঙ্গেই মস্কোকে সতর্ক করেছেন বলে জানিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ