Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সুই ধাগা’ প্রশংসিত না হলে দুঃখ পেতাম -আনুষ্কা শর্মা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

তার ঝুঁকি নিয়ে চলচ্চিত্রে বেছে নেয়া যখন সাফল্যের মুখ দেখে অভিনেত্রী আনুষ্কা শর্মার নিজের বিবেচনার ওপর আত্মবিশ্বাস জন্মে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সুই ধাগা- মেইড ইন ইন্ডিয়া’র সাফল্য তাই তার আত্মবিশ্বাস কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। তিনি জানান তার চরিত্র রূপায়নের জন্য তিনি যেমন প্রশংসা পাচ্ছেন, তা না পেলে তিনি নিশ্চিত দুঃখ পেতেন। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় শরত কাটারিয়া পরিচালিত চলচ্চিত্রটিতে সাধারণ মানুষের দুঃসাহসিক উদ্যোগ একটি পিছিয়ে পড়া জাতি ও সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তা দেখান হয়েছে। চলচ্চিত্রটিতে আনুষ্কার সঙ্গে আছেন বরুণ শর্মা। তাদের দুজনের পারফরমেন্সই সমান প্রশংসা পেয়েছে। আনুষ্কা বলেন, “চলচ্চিত্রটি বাণিজ্যিক সাফল্য পেয়েছে বলেই যে আমি সন্তুষ্ট তা নয়, দর্শকদের কাছ থেকেই যথেষ্ট প্রশংসা আর ভালবাসা পেয়েছে। আমার বিশ্বাস ছিল ফিল্মটি সাধারণ মানুষের পছন্দ হবে। আমার আর বরুণের সহযোগিতামূলক কাজ যে ‘সুই ধাগা’র মত সফল চলচ্চিত্র নির্মাণে ভূমিকা রেখেছে সেজন্য আমি সন্তুষ্ট।” আনুষ্কা ফিল্মটিতে গ্রামের এক সরল গৃহবধূ মমতার ভূমিকায় অভিনয় করেছেন। ২০০৮ সালে বলিউড ক্যারিয়ারের শুরু থেকেই আনুষ্কা ‘রাব নে বানা দে জোড়ি’, ‘ব্যান্ড বাজা বারাত’, ‘লেডিজ ভার্সেস বিকি বাহল’, ’পিকে’, ‘এনএইচ টেন’, ‘দিল ধাড়াকনে দো’, ‘পরী’ এবং সর্বশেষ ‘সুই ধাগা’র মত ব্যতিক্রমী চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনুষ্কা শর্মা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ