Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্তমান সরকার উন্নয়ন করেছে বলেই দেশে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে -এমপি খালিদ

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ৮:১৩ পিএম

দেশের প্রতিটি জেলা উপজেলার মত দিনাজপুরের বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শুরু হয়েছে ৪র্থ উন্নয়ন মেলা। মেলাতে প্রায় ৩৫টি স্টল স্থান নিয়েছে। মেলার দ্বিতীয় দিনে শুক্রবার সন্ধ্যায় মেলা পরিদর্শন করতে আসেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। পরিদর্শন শেষে তিনি মেলার মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীরের সভাপতিত্বে এক শুভেচ্ছা বক্তব্যে বলেন, বর্তমান সরকার উন্নয়ন করেছে বলেই দেশে আজ ৪র্থ বারের মত উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে আরো ব্যপক ভাবে এ মেলা অনুষ্ঠিত হবে। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে যাচ্ছে। শেখ হাসিনার হাত ধরেই এ দেশের উন্নয়ন এগিয়ে নিতে হবে। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ। তাই আসুন আমার কঠিন ঐক্য গড়ে তুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এদেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখি। এসময় উপস্থিত ছিলেন, বিরল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম, আব্দুল লতিফ,আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম অরু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ রমাকান্ত রায়, সাংগঠনিক সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, ফরক্কাবাদ ইউপি চেয়ারম্যান তোসাদ্দেক হোসেন, ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ, বিজোড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকার, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আযম, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, উপজেলা মহিলা লীগ এর সাধারণ সম্পাদক বিলকিস পারভীন, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ছাত্রলীগের সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ