পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশ ও জনগণের স্বার্থে বেভারেজ শিল্প বিকাশে সঠিক তথ্য উপস্থাপনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন এ শিল্পের মালিকরা। তারা জনমানুষের বিভ্রান্তি দূর করার জন্যও আহ্বান জানিয়েছেন।
গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান। বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিবিএমএ) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক শেখ শামীম উদ্দীন।
বিবিএমএ সভাপতি হারুন অর রশীদ বলেন, দেশের অর্থনীতির অগ্রযাত্রায় বেভারেজ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিবিএমএ উৎপাদিত পণ্য বর্তমানে ৯০টিরও বেশি দেশে রফতানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। বেভারেজ শিল্পের এ অগ্রযাত্রায় সবারই অবদান রয়েছে। এ সহযোগিতার ধারা অব্যাহত রাখার জন্য গণমাধ্যমের সাহায্য চান তিনি।
তিনি বলেন, দেশের বেভারেজ শিল্প ধ্বংস করার জন্য একটি চক্র কাজ করছে। এ শিল্প নিয়ে প্রোপাগান্ডা চলছে। এটা মোটেই কাম্য নয়। বিবিএমএ’র বেভারেজের পণ্য বিএসটিআই মান ব্যতিত কোনো পানীয় উৎপাদন ও বাজারজাত করে না।
বিবিএমএ সাধারণ সম্পাদক শেখ শামীম উদ্দীন বলেন, জনমানুষের মধ্যে দেশে উৎপাদিত বেভারেজ নিয়ে সঠিক তথ্য না পৌঁছানোর কারণে এ বিশাল বাজারটি যেকোনো সময় হুমকির মুখে পড়তে পারে। লাখো কর্মক্ষম মানুষ যেকোনো সময় বেকার হয়ে যেতে পারেন। দেশ ও জাতির স্বার্থে বেভারেজ নিয়ে সঠিক তথ্য উপস্থাপনের জন্য তিনি আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।