Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপার কোন কলঙ্ক নেই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় পার্টির কোনো কলঙ্ক এবং তাঁর (এরশাদ) হাতে রক্তের দাগ নেই বলে দাবী করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায়না। দেশের মানুষ পরিবর্তন চায়। দেশের মানুষ জাতীয় পার্টিকেই চায়। কারণ, দেশের মানুষ জানে জাতীয় পার্টিই দেশে সুশাসন দিতে পারবে। ভয় আর ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় পার্টির বিকল্প নেই। গতকাল রাজধানীর গুলশান এক সার্কেলের স্পেক্ট্রা কনভেনশন হলে জাতীয় পার্টির সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নেতৃবৃন্দের জন্য দিনব্যাপী স্টার্ট আপ কর্মশালা তিনি এসব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, দেশের মানুষ ভালো নেই। মানুষের জীবনের নিরাপত্তা নেই। খুন, গুম আর সড়কে হত্যার সংখ্যা আমাদের জীবন অশান্ত করে তুলেছে। দেশের মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে কারণ, আমাদের (জাপা) হাতে রক্তের দাগ নেই। আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ খুন করিনি। আমাদের (জাপা) কোন কলংক নেই। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, কত মানুষ খুন হলো, কত মানুষ গুম হলো কেউ তার খবর রাখেনা। প্রিয়জন হারা মানুষের চোখের পানি কেউ দেখেনা। দেশের মানুষ মুক্তি চায়। আমরাই নির্বাচনে জয়ী হয়ে দেশের মানুষকে মুক্তি দেবো। আমরাই মানুষের নিশ্চিন্ত ঘুম নিশ্চিত করবো।
স্টার্ট আপ কর্মশালাটি পরিচালনা করেন হুসেইন মুহম্মদ এরশাদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পীরজাদা শফিউল্লাহ আল মুনির। কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাঈদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, এড. এম রশিদ, সোলায়মান আলম শেঠ, আজম খান, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। কর্মশালায় দেশের সত্তুর জন জাতীয় পার্টির অনলাইন এক্টিভিষ্ট অংশ গ্রহণ করেন। যারা নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত পরিকল্পিত ভাবে জাতীয় পার্টি ও হুসেইন মুহম্মদ এরশাদের আহবান সাধারন ভোটারদের মাঝে ছড়িয়ে দেবেন। ##

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ