Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় মাওলানা সা’দকে নিষিদ্ধ ঘোষণা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

কুরআন ও হাদিসের মনগড়া ব্যাখ্যা, তাবলীগের গুরুত্ব বুঝাতে গিয়ে দ্বীনি শিক্ষা ও তাসাউফ ইত্যাদিকে হেয় প্রতিপন্ন করা, পূর্ববর্তী তিন হয়রত জ্বীর উসূল ও কর্মপন্থা থেকে সরে যাওয়ার কারণে এবার কুমিল্লায় মাওলানা মুহাম্মদ সা’দকে নিষিদ্ধ ও বর্জন ঘোষনা করা হয়েছে। বুধবার কুমিল্লার নগরীর রেইসকোর্স নূর মসজিদে জেলার উলামায়ে কেরাম ও তাবলীগের সাথীদের উদ্যোগে আয়োজিত এক ইসলামী সমাবেশে এই ঘোষণা দেয় তারা। প্রায় ৪০ হাজার উলামা ও ইমামগণের ইসলামী সমাবেশে (ওযাহাতী জোড়) মাওলানা সা’দকে নিষেধ ঘোষণা দিয়ে দশ দফা ঘোষণাপত্র পাঠ করেন।
তাবলীগ জামায়ের আয়োজিত ইসলামী সমাবেশে (ওয়াহাতী জোড়) এসময় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ কাকরাইল মসজিদের খতিব ও তাবলীগ জামাতের প্রধান মুরব্বি মাওলানা হাফেজ জুবায়ের। এসময় আরও উপস্থিত ছিলেন, কাকরাইল মসজিদের সুরা মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ কওমি মাদরাসার শিক্ষাবোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বক্তরা বলেন, মাওলানা সা’দ হযরত মাওলানা এনামুল হাসান রহঃ এর রেখে যাওয়া শুরায়ী নেযামকে উপেক্ষা করে নিজেই নিজেকে আমীর দাবী করেছেন, যা শরিয়ত বিরোধী। তাই তার কোনোরূপ সিদ্ধান্ত-ফায়সালা বা নির্দেশ কুমিল্লাসহ বাংলাদেশের কোথাও বাস্তবায়ন করতে দেয়া যাবে না। মাওলানা সা’দ আহলে সুন্নাতওয়াল জামাতের মতাদর্শ থেকে সরে গিয়ে নতুন কোনো ফেরকা গঠনের অপচেষ্টা চালাচ্ছেন বলে আশঙ্কা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষিদ্ধ ঘোষণা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ