Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিটু বিশ্বাসের চিকিৎসায় সাহায্যের আবেদন

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

২৫ বছর বয়স্ক রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র মিটু বিশ্বাস হার্টের অসুস্থতায় আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় কাতরাচ্ছেন চমেকের ১২নং ওয়ার্ডের ৩৬নং বেডে। গত এক বছর যাবৎ ভারত ও বাংলাদেশে চিকিৎসা করেই বর্তমানে নিস্ব হয়ে আর্থিক সংকটে ভূগছেন তার পরিবার। মিটু বিশ্বাসের বাক প্রতিবন্ধি পিতা পুতুল বিশ্বাস গত ২ বছর আগে মারাযান। এর আগে সড়ক দূর্ঘটনায় মারা যায় মিটু বিশ্বাসের আপন বড় ভাই অজয় বিশ্বাসও। পরিবারে একমাত্র ভরসা ছিল মিটু বিশ্বাসের উপর। মিটুর মা মিনাক্ষী বিশ্বাস স্বামী ও এক ছেলেকে হারিয়ে যেখানে বাকরুদ্ধ সেখানে একমাত্র ছেলে মিটু বিশ্বাসের জটিল রোগে আক্রান্ততা দেখে বার বার বেহুশ হচ্ছে। যেখানে নুন আনতে পানতা শেষ সেখানে বিশ লক্ষ টাকা দিয়ে হার্টের ট্রান্সপ্লানটেশনের জন্য ভারতে যাওয়া আদৌ কি এই পরিবারের পক্ষে সম্ভব?। তাই মিটু বিশ্বাসের মাতা মিনাক্ষী বিশ্বাস কেঁদে কেঁদে বলছেন আমার একমাত্র ছেলেকে আপনারা বাঁচান। আমার ছেলেকে আপনারা বিদেশে পাঠানোর জন্য আর্থিক সহয়তা করুন। নাহলে আমার ছেলের ভবিষ্যত কি হবে। তাই মিটু বিশ্বাসকে বাঁচাতে দানশীল,ধনবান,সরিদয় ব্যাক্তি বা প্রতিষ্টানের নিকট চিকিৎসার সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্যে পাঠানোর ঠিকানা
শীলা মহাজ, হিসাব নং-১৫২৮১০১৭৯১৪০ পুবালী ব্যাংক লিমিটেড, পাথরঘাটা শাখা, চট্টগ্রাম। বিকাশ ০১৮২৪৩১১০৪৩।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাহায্যের আবেদন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ