বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যেগে দেশব্যাপী বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে দেশব্যাপী উন্নয়ন কনসার্টের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে পাবনা জেলা প্রশাসন আয়োজন করেন কনসার্টের। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ প্রতিপাদ্যে গত বুধবার সন্ধ্যায় পাবনা শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম (পাবনা স্টেডিয়াম) রাত সাড়ে ৯টায় মঞ্চে উঠেন , ফোক আইকন শিল্পী মমতাজ এম.পি। স্টেডিয়ামের বিশাল ময়দান দর্শক-শ্রোতায় পূর্ণ হয়ে যায়। শিল্পী মমতাজ মাতিয়ে তোলেন মঞ্চ। শুরতেই গানের সুরে সুরে বর্তমান সরকারের মেগা উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, শেখ হাসিনার হাতে আবার নৌকা তুলে দিন, তাহলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে। তিনি নৌকার জন্য ভোট চান। এরপর তার প্রথাসিদ্ধ সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাবনার জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লি: ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, সাংষ্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: খোরশেদ আলম, পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম (পিপিএম) । উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান , আলহাজ্ব মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, পাবনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আহসান হাবিব হাসান, পিপি এ্যাড. আখতারুজ্জামান মুক্তা, জিপি এ্যাড. হোসেন শহীদ সোহরওয়ার্দী , পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের পরিচালক রুহুল আমিন রানা বিশ্বাস, স্থানীয় দৈনিক জোড় বাংলা পত্রিকার সম্পাদক ও সংবাদপত্র পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক সহযোগি অধ্যাপক ও দৈনিক বিশ্ব বার্তার সম্পাদক শহীদুর রহমান শহীদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, ক্যাব সভাপতি ও চেম্বারের পরিচালক, সমকাল ও এনটিভি প্রতিনিধি এবিএম ফজলুর রহমান, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী জয় সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই কনসার্টের ফোক আইকন মমতাজের আগে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শিল্পী মমতাজ রাত ১১ টার দিকে তাঁর সঙ্ঘীত পরিবেশন শেষ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।