Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহ মাদক এনপিএস

সংবাদ সম্মেলনে ডিএনসি ডিজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘খাত’ বা নিও সাইকোট্রফিক সাবকন্সাটেন্স (এনপিএস) একটি ভয়াবহ মাদক। বিশ্বব্যাপী মাদকের তালিকায় এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশে খাত আমদানি ও বিদেশে রফতানি করার সঙ্গে ২০-২২ জনের একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। গতকাল দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ডিএনসি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন। এ সময় ডিএনসি পরিচালক (অপারেশন্স ও গোয়েন্দা) এএফএম মাসুম রব্বানী, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) নজরুল ইসলাম শিকদার, সহকারি পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) খোরশিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাদকবিরোধী ৩০ হাজার ৮৯৭টি অভিযান চালানো হয়। ৯ হাজার ৩৩৪ জনকে গ্রেফতার এবং ৮ হাজার ৪০৬টি মামলা করা হয়েছে। এছাড়া সারাদেশে পক্ষকালব্যাপি (২০-২৬ সেপ্টেম্বর) মাদক বিরোধী ক্র্যাশ প্রোগামে ২ হাজার ৪৭৮টি অভিযান চালানো হয়। এ সময় ৬০৩ জনকে গ্রেফতার এবং ৫৫৯টি মামলা করা হয়েছে। ডিএনসি সদর দফতরের জন্য সেগুনবাগিচা বহুতল ভবন নির্মিত হয়েছে। এ মাসেই প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিজি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ