বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘খাত’ বা নিও সাইকোট্রফিক সাবকন্সাটেন্স (এনপিএস) একটি ভয়াবহ মাদক। বিশ্বব্যাপী মাদকের তালিকায় এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশে খাত আমদানি ও বিদেশে রফতানি করার সঙ্গে ২০-২২ জনের একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। গতকাল দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ডিএনসি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন। এ সময় ডিএনসি পরিচালক (অপারেশন্স ও গোয়েন্দা) এএফএম মাসুম রব্বানী, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) নজরুল ইসলাম শিকদার, সহকারি পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) খোরশিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাদকবিরোধী ৩০ হাজার ৮৯৭টি অভিযান চালানো হয়। ৯ হাজার ৩৩৪ জনকে গ্রেফতার এবং ৮ হাজার ৪০৬টি মামলা করা হয়েছে। এছাড়া সারাদেশে পক্ষকালব্যাপি (২০-২৬ সেপ্টেম্বর) মাদক বিরোধী ক্র্যাশ প্রোগামে ২ হাজার ৪৭৮টি অভিযান চালানো হয়। এ সময় ৬০৩ জনকে গ্রেফতার এবং ৫৫৯টি মামলা করা হয়েছে। ডিএনসি সদর দফতরের জন্য সেগুনবাগিচা বহুতল ভবন নির্মিত হয়েছে। এ মাসেই প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।