Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দেশে সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই -খেলাফত মসজিলস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই। সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জেল জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে। শত শত ভূতুরে মামলায় বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানী করা হচ্ছে। সরকার সমগ্র প্রশাসনযন্ত্রকে দলীয় স্বার্থে অপব্যাবহার করছে। শান্তিপূর্ণ সমাবেশ থেকে ফেরার পথে গণহারে গ্রেফতার করা হচ্ছে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

গতকাল সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মুজিবর রহমান, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল।

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, সরকারী দলের মন্ত্রী এমপিরা অবাধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অথচ বিরোধী রাজনৈতিক দলের লাখ লাখ নেতাকর্মীকে আদালতের বারান্দায় অথবা ফেরারী হয়ে থাকতে হচ্ছে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণের জন্যে ডিজিটাল নিরাপত্তা আইন তৈরী করা করেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা তুলে দিতে হবে। সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাফত মসজিলস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ