Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএমই খাতের গুরুত্ব বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

‘অর্থনীতিতে এসএমই খাতের অবদান দু’চার কথায় বলে শেষ করা যাবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে মুলধন যোগানের মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে এসএমই খাত। এই খাতে জামানতবিহীন ঋণ প্রদান করছে দেশের অর্ধশতাধিক ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। সহজ শর্তে ঋণ প্রদান করে উদ্যোক্তা তৈরির পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ের সাথেও জড়িতদের কর্ম সংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কথাগুলো বলছিলেন লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের এসএমই বিভাগের প্রধান মো. কামরুজ্জামান খান। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি। কামরুজ্জামান খান এসএমই বিভাগে কর্মকর্তা হিসেবে ব্র্যাক ব্যাংকে ২০০৩ সালে কর্ম জীবন শুরু করেন। কর্মজীবনে ব্র্যাক ব্যাংক লি. এ জোনাল ম্যনেজার, টেরিটরি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালের শেষের দিকে লংকা বাংলা ফাইন্যান্সে যোগদান করেন। এসএমই বিভাগের প্রধান ও বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে লংকা বাংলা ফাইন্যান্সে কর্মরত আছেন। এসএমই ব্যাংকিং বিষয়ে দেশে-বিদেশে বহু প্রশিক্ষণও নিয়েছেন। সহজ শর্তে নামে মাত্র সুদে নারীদের জামানতবিহীন ঋণ প্রদান করে নারী উদ্যোক্তা তৈরিতে এবং কৃষি ও প্রাণি সম্পদ পরিপালনে ও সহজশর্তে ঋণ বিতরণের মাধ্যমেও নতুন নতুন উদ্যোক্তা তৈরি করেছে এমএমই খাত বলেও জানান তিনি।

প্রত্যেক ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে নারীদের সেবায় আলাদা নারী উদ্যোক্তা ইউনিট রয়েছে। এ পেশায় কর্মসংস্থান ও বৃদ্ধি পাচ্ছে। লংকা বাংলা ফাইন্যান্সে যোগদানের সময় এসএমই বিভাগের পোর্টফোলিওর (প্রায় ২৮ কোটি) বেশিরভাগই শ্রেণিকৃত লোন ছিল বলেও জানান তিনি। তবে বর্তমানে প্রায় এক হাজার পাঁচ শত কোটি টাকার পোর্টফোলিও দাঁড় করিয়েছেন তিনি। বর্তমানে লংকা বাংলা এসএমই ডিভিশনে দুই শতাধিক রিলেশনশিপ অফিসার কর্মরত। এসএমই ডিভিশনে অনভিজ্ঞদের নিয়োগ দিয়ে এ খাতে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা হচ্ছে।ব্যাংকিং-নন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এসএমই ডিভিশনের উন্নতি জ্যামিতিক হারে বাড়বে বলেও মনে করেন তিনি।

জনবহুল এ দেশে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তা অনেক বেশি। ব্যবসায়ী হওয়ার জন্য রয়েছে হাজারও সেক্টর। উদ্যোক্তাদের প্রয়োজন আর্থিক সহায়তা এবং ক্লোজ মনিটরিং। এসএমই খাতের অফিসাররা উদ্যোক্তাদের ব্যবসায়িক উপদেষ্টা হিসেবে কাজ করে থাকেন বলেও জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ