বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরে ১০ টাকা দরে চাল বিতরণে ব্যাপক অনিয়মের দায়ে জাফর ইকবাল চুন্নু নামের এক ডিলারকে আটক করেছে র্যাব। আটক চুন্নুর বিরুদ্ধে ব্যাপক অভিযোগ প্রমানিত হওয়ায় র্যাবের ভ্রাম্যমান আদালত তাকে ৭দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে। বুধবার ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের ধুলদি বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। ফরিদপুর র্যাব-৮ কম্পানী অধিনায়ক রইচউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ধুলদি বাজারে উক্ত ডিলার ১০ টাকা দরের চাল বিতরনে অনেক অনিয়ম করছে। বুধবার দুপুরে তারা বাজারটিতে অভিযান চালিয়ে দেখতে পায় নীতিমালার আলোকে ৩০ কেজি চাল বিতরণের পরিবর্তে ২৬/২৭ কেজি চাল দেয়া হচ্ছে। এমনকি অনেক ভুয়া কার্ড ছাড়াও, অনেকেই জানে না তার নামে কার্ড রয়েছে। চাল বিতরণের সময় তাদেরকে একটি অংকের টাকা দেয়া হয় মাত্র। এসব অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় র্যাবের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৭দিনের কারাদন্ড দিয়ে জেলে প্রেরণ করা হয়। এ ছাড়া সরকার হত দরিদ্রদের দেয়া চাল যাতে দরিদ্ররা পায় সেজন্য দোকানে থাকা চাল স্থানীয় চেয়ারম্যান জাহিদুর রহমানের মাধ্যমে বিতরনের সিদ্ধান্ত দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।