Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বিমানের জরুরী অবতরণ রক্ষা পেলেন ৬৫ যাত্রী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ৭:২৬ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে ইমার্জেন্সি ল্যান্ডি করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে এ ফ্লাইটটি ঢাকা থেকে সিলেটে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬৫ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের বিজি ৬০১ নং ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিমানের ল্যান্ডিং চাকায় সমস্যা ক্রটি দেখা দেয়। বিষয়টি যাত্রীদের অবহিত করেন পাইলট। ওই সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় তাদের কান্নার মাতম। পরে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে জরুরি অবতরণ করতে পারে ফ্লাইটটি।
ফ্লাইটের যাত্রী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেন, চাকায় সমস্যার ব্যাপারে পাইলট যাত্রীদের অবগত করতেই আতংক ছড়িয়ে পড়ে। প্রথম চেষ্টায় ল্যান্ড করতে না পারলেও দ্বিতীয়বারের চেষ্টায় ইমার্জেন্সি ল্যান্ডিংয়েং সমর্থ হন পাইলট।
বিমানের সহকারী স্টেশন ম্যানেজার ওমর হায়াত বলেন, ক্রটি স্বত্বেও ফ্লাইটটি নিরাপদে অবতরণ হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরুরী অবতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ