বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কর্মী সম্মেলনে দলের চেয়ারম্যান আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, মুসলিম রাষ্ট্র বাংলাদেশের সীমান্তে অন্য কোন মুসলিম দেশের অস্তিত্ব নেই। এটি আউলিয়ায়ে কেরাম ও সুফি সাধকদের অসাম্প্রদায়িক সাধনার ফসল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলেই জাতির গৌরব ও অহংকার। পীর সাহেব আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে জোটের কাছে নিজ দলের জন্য ২০ আসনে প্রার্থী দেয়ার কথা বলেন। গতকাল দলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ এর পরিচালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান পীর সৈয়দ নাছেরুল হক চিশতী, প্রিন্সিপাল আল্লামা এস.এম ফরিদউদ্দীন, প্রিন্সিপাল কাজী আনোয়ারুল ইসলাম খান, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসাইন হেলালী, সাংগঠনিক সচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থ সচিব অ্যাড. মুহাম্মদ শাহীদ রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।