Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে

চট্টগ্রামের গার্হস্থ্য অর্থনীতি কলেজে চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

আলোকিত ও মূল্যবোধসম্পন্ন বিশ্বমানের নাগরিক গড়ার লক্ষ্যে কাজ করছেন জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষা অধিকার, তা নিশ্চিত করতে হয়। সুযোগ-সুবিধার অভাবে অনেকে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। চসিক অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অধিগ্রহণের মাধ্যমে শিক্ষার অধিকার নিশ্চিত করছে। তিনি গতকাল (মঙ্গলবার) নগরীর অধিগ্রহণকৃত হালিশহর গার্হস্থ্য অর্থনীতি কলেজ পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সিটি মেয়র বলেন, শিক্ষা খাতকে আয়মুখী করতে চসিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্তিকরণসহ নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আগে শিক্ষা খাতে ৪৩ কোটি টাকা ভর্তুকি দিতে হত, এখন তা কমে ২৯ কোটি টাকা হয়েছে।

কলেজ গভর্ণিং বডির সভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম, এইচ এম সোহেল ও কলেজ অধ্যক্ষ আলম আকতার বক্তব্য রাখেন। এসময় কাউন্সিলর নাজমুল হক ডিউক, ছালেহ আহমদ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, শেখ শফিউল আলম, লায়ন মোঃ ইলিয়াছ, কলেজ গভর্ণিং বডির সদস্য মনোয়ারা বেগম, মোবারেকা বেগম, সুলতানা নিগার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়রকে অভিনন্দন
চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারি লীগের অন্তর্ভুক্ত উইন্সম্যানের দাবী মেনে নেয়ায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও বন্দর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মালিক পক্ষকে অভিনন্দন জানিয়েছেন বন্দর ব্যবহার শ্রমিক কর্মচারি লীগ। দীর্ঘ ৯ বছর ধরে আন্দোলনের পর গত ২৩ সেপ্টেম্বর তাদের শ্রম শাখায় অন্তর্ভুক্ত করে দাবি মেনে নেয়া হয়। এ উপলক্ষে শ্রমিক নেতারা গতকাল মেয়রের বাসভবনে গিয়ে তাকে অভিনন্দন জানান শ্রমিক নেতারা। মেয়র বন্দর সিবিএ নেতৃবৃন্দকে বন্দরের গতিশীলতা বাড়াতে ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় শ্রমিক নেতা মোহাম্মদ মীর নওশাদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ হুমায়ুন, আমিনুল ইসলাম, মোঃ শহীদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার অধিকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ