Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল ক্লাসরুমে কর্মসূচি বাস্তবায়নে কাজ করে চলেছে সরকার-একাব্বর হোসেন এমপি

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শতভাগ ডিজিটাল ক্লাসরুম কর্মসূচি বাস্তবায়নে কাজ করে চলেছে সরকার।

গতকাল মঙ্গলবার সকালে মির্জাপুর উপজেলার ৪৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাবটপ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের সামনে সভার আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ