Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভক্তের শেষ ইচ্ছা পূরণ করলেন জেমস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ভক্তের শেষ ইচ্ছা পূরণ করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেমস। টাঙ্গাইলের এলেঙ্গার বাসিন্দা মামুনের ইচ্ছা জেমসকে সামনা-সামনি একবার দেখা। ছোটবেলা থেকেই জেমসের ভক্ত তিনি। মামুন নিজেও একজন সঙ্গীতশিল্পী। স্টেজে বিভিন্ন সময় জেমসের গান গেয়ে দর্শক মাতিয়েছেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন মামুনের দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। অসুস্থ শরীরে গান গেয়ে নিজের চিকিৎসার খরচ চালাচ্ছেন তিনি। এখন বিভিন্ন কনসার্টে গান গেয়ে অর্থ জোগাড় করে সেই অর্থে ডায়ালাইসিস করেই বেঁচে আছেন মামুন। পুরোপুরি সুস্থ হওয়া অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় তার শেষ ইচ্ছা ছিল প্রিয় তারকা জেমসের সঙ্গে একবার সাক্ষাতের। বিভিন্নভাবে জেমসের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মামুন। মামুনের ইচ্ছা, জীবিত থাকতে যদি একবার গুরু জেমসের মুখটা সরাসরি দেখতে পারতাম! সেই আশাতেই, ‘দুষ্ট ছেলের দল’ ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে থাকেন। এক পর্যায়ে বিষয়টি জানতে পারেন জেমস। তার পক্ষ থেকে মামুনের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে জেমসের সঙ্গে দেখা হয় মামুনের। নিজের বারিধারার স্টুডিওতে জেমস মামুনের সঙ্গে দেখা করেন। ভক্তের সঙ্গে ছবিও তোলেন। এ সময় প্রিয় শিল্পীর দেখা পেয়ে বেশ আবেগে আপ্লুত হন মামুন। জেমস বলেন, জীবন-মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে কোনও ভক্ত তার প্রিয় শিল্পীর জন্য এতটা ভালোবাসা বুকে বেঁধে রাখতে পারে, মামুনকে না দেখলে সেটা আমার অজানাই থেকে যেত। ওর জন্য সবাই দোয়া করবেন। যেন সুস্থ হয়ে আবারও সবাইকে গান শোনাতে পারে। মামুন বলেন, জীবনে একটাই ইচ্ছে ছিল, গুরুর সঙ্গে দেখা করবো। আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। এখন মরেও শান্তি পাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেমস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ