Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

একমাসে টেকনাফে ৪৪ কোটি ২৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

একমাসে টেকনাফে ৪৪ কোটি ২৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:১৫ পিএম

কক্সবাজারের টেকনাফে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত একমাসে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪৪ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এসব মাদকদ্রব্যের মধ্যে ১৪ লাখ ২৪ হাজার ৬৮৯ পিস ইয়াবা, ১শ’ ক্যান বিয়ার, ১৬৩ বোতল বিদেশি মদ ১৮ বেতল ফেনসিডিল, সাড়ে ৯ কেজি গাঁজা রয়েছে।
আজ মঙ্গলবার বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
টেকনাফ-২ এর বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একমাসে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য ৪৪ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ২৯৪ টাকা। এসব ঘটনায় ৩৩ জনকে আটক করা হয়। মামলা হয়েছে মোট ৪৫টি।
সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেকনাফে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ