Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এলিটা-কিশোরের ডুয়েট অ্যালবাম তুমি আর আমি

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এলিটা এবং কিশোর। দুজনই দেশীয় সংগীতে স্বতন্ত্র অবস্থানে থেকে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন। দুজনেরই রয়েছে ভিন্ন ধাঁচের কণ্ঠশৈলী। সাফল্যও পাচ্ছেন। বিশেষ করে এলিটার ‘হৃদয়ের ঝড়ে আকাশ পাতাল’ এবং কিশোরের ‘ফিরে আসো না’ গান দুটি এখনো দারুণ জনপ্রিয়। সংগীতের এই দুই তরুণ শিল্পী এবারই প্রথম এক হলেন দ্বৈত গানের একটি বিশেষ অ্যালবামের মাধ্যমে। প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে তৈরি অ্যালবামটির নাম ‘তুমি আর আমি’। এটি সাজানো হয়েছে বেশ কিছু দ্বৈত রোমান্টিক কথার মেলোরক গান দিয়ে। গান লিখেছেনও দুজন জনপ্রিয় গীতিকবি। কবির বকুল এবং সোমেশ্বর অলি। এলিটা বলেন, ‘গানগুলোর মধ্যে এক ধরনের স্মৃতিকাতরতা আছে। কথা-সুর-সংগীত মিলিয়ে একটা ফেলে আসা সুখের আভাস পাওয়া যায়। ধারণা ভুল না হলে এই গানগুলো শুনে বাংলা গানের নিখাদ শ্রোতারা স্বস্তি পাবেন এবং সেই কৃতিত্ব শুধুই কিশোরের। আমি হৃদয় থেকে ধন্যবাদ দেই অ্যালবাম সংশ্লিষ্ট প্রতিটি মানুষকে। কারণ, এমন গানের পূর্ণাঙ্গ প্রজেক্ট এখন আর সচরাচর হতে দেখি না।’ কিশোর বলেন, ‘এলিটা আপুর সঙ্গে কাজ করাটা বেশ আনন্দের। কারণ তিনি গানটা ভালো বোঝেন। তবে তার জন্য গান তৈরি করা এবং সহশিল্পী হিসেবে গাওয়া বেশ চ্যালেঞ্জিং। তার যে কণ্ঠ এবং গায়কী সেটা অদ্বিতীয়। তাই ভালো কিছু গানের চেষ্টা করেছি সাধ্যমতো। বাকিটা শ্রোতাদের বিবেচনা।’ অ্যালবামের সব গানের সুর-সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই। সম্প্রতি পুরো রেকর্ডিং শেষ করেছেন নগরীর কম্পোজ স্ট্যান্ড স্টুডিওতে। শিগগিরই অ্যালবামের গানগুলো এক্সক্লুসিভ আকারে ডিজিট্যালি মুক্তি পাচ্ছে জনপ্রিয় জিপি মিউজিক অ্যাপস-এ। থাকছে মিউজিক ভিডিও চমকও। জানিয়েছেন প্রযোজক এসকে সাহেদ আলী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এলিটা-কিশোরের ডুয়েট অ্যালবাম তুমি আর আমি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ