প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শাকিবের বাইরেও অন্য নায়কের সঙ্গে কাজ করবেন চিত্রনায়িকা শবনম বুবলি। বাংলাভিশনের সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এ পর্যন্ত যে কয়টি সিনেমা করেছেন তার সবগুলোর নায়কই শাকিব। যদিও তিনি শাকিবকে তার চলচ্চিত্রে গুরু মানেন। তবে এবার তিনি ভিন্ন চিন্তা করছেন। অন্য নায়কদের সঙ্গেও কাজ করতে চান। শাকিব খান আপনার সঙ্গে কাজ কমিয়ে দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, এসব কথার ভিত্তি নেই। এটি দর্শকদের আবেগের কথা। তবে শাকিব খান একজন তারকা। তিনি অন্য নায়িকার সঙ্গে কাজ করবেন, আমিও অন্য নায়কের সঙ্গে কাজ করব এটাই স্বাভাবিক। তিনি বলেন, শাকিব খানের বাইরে ঢালিউডের কোন নায়কের সঙ্গে কাজ করলে আরিফিন শুভ, রোশান ও সিয়ামের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে। এদিকে বুবলি গত ২৫ সেপ্টেম্বর থেকে শাকিব খানের বিপরীতে কালপ্রিট সিনেমার শুটিং শুরু করেছেন। এটি পরিচালনা করছেন শাহীন–সুমন। আগামী মাসে আরও নতুন দুটি সিনেমায় কাজের কথা রয়েছে তার। কলকাতার সিনেমায়ও অভিনয়ের কথা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।