Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুষি খেলেন লিনজি লোহান

| প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সিরিয় উদ্বাস্তু বাবা-মাকে শিশু পাচারকারী বলে এবং তাদের সন্তানদের তাদের কাছে থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করে সোজা মুখে ঘুষি খেয়েছেন অভিনেত্রী লিনজি লোহান। মস্কোতে সংঘটিত এই ঘটনার পুরোটা ভিডিও করে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন লোহান। টিএমযি জানায় তিনি ভিডিও করা শুরু করে বলতে থাকেন, “শুনুন সবাই আমি আপনাদের কাছে এই সিরিয় উদ্বাস্তু পরিবারটির পরিচয় করিয়ে দিতে চাই। আমি তাদের আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।” এর পরই ৩২ বছর বয়সী অভিনেত্রীটি সেই বাবা মাকে দোষারোপ করেন তারা তাদের দুই ছেলেকে পাচার করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য করে তিনি বলেন,” আপনারা ভুল পথে যাচ্ছেন, এই তো আমার গাড়ি, এসো।” ছেলে দুটি তাদের বাবা-মায়ের পিছে যেতে থাকলে লোহান তাদের অনুসরণ করেন। “এরা শিশু পাচার করছে, আমি তোমাদের না নিয়ে এখান থেকে যাব না, আমি তোমাদের পরিচয় জানি, আমার সঙ্গে ঝামেলা করো না।” এই সময় লোহান নিজেও আরবিতে শিশুদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তিনি গত কয়েক বছর দুবাই অবস্থান করে সেখানেই ভাষাটি শিখেছেন। “এমন করে তোমরা আরব সংস্কৃতি অনুসরণ করছ। তোমরা এই শিশুদের সেখানে নিয়ে যাচ্ছ যেখানে তারা যতে চায়।” এরপর তিনি ছেলে দুটিকে বলেন, “আমি তোমাদের সঙ্গে আছি, ভেবো না, সারা দুনিয়া দেখছে, আমি চিরদিন হাঁটব, দুশ্চিন্তা করো না আমি তোমাদের সঙ্গে আছি।” তিনি তারপর এক ছেলের হাত ধরলে তার মা এসে লোহানের মুখে ঘুষি মেরে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ