বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার সুজানগর উপজেলায় পদ্মা নদী থেকে ভারতীয় এক মহিলা নাগরিকের প্রায় গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর। সুজানগর থানার ওসি শরিফুল আলম আজ সোমবার ইনকিলাবের এই স্টাফ রিপোর্টারকে জানিয়েছেন, তাঁর থানা এলাকার সাতাবাড়িয়া ইউনিয়নের ফকিরপুর পদ্মা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে গ্রাম পুলিশ হোসেন আলী থানায় খবর দেন। রবিবার বিকালে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । এই লাশের সাথে হিন্দি ভাষায় পাওয়া একটি চিরকুট থেকে জানা যায়, ঐ মহিলার ভারতের বিহার অঞ্চলের বাসিন্দা । সর্প দংশনে মৃত্যুর কারণে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ওসি আরও জানান, সম্ভবত: ঐ মহিলার লাশটি গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া ১০/১৫ দিন আগে। গঙ্গা নদীতে দিয়ে ভাটিতে পদ্মা নদীতে দিয়ে ভেসে আসে। উদ্ধারকৃত লাশটি রবিবার সন্ধ্যায় ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । ভিসেরা রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ তাদের প্রক্রিয়ায় ভারতের বিহার থানার সাথে যোগাযোগের চেষ্টা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।