মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে মরণব্যাধি এইডস আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৮ লাখ ২০ হাজার। শনিবার রাষ্ট্রীয়ভাবে দেয়া এক ঘোষণায় বলা হয়, বর্তমানে চীনে এইচআইভি বা এইডস রোগে আক্রান্তের হার গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি। আর দেশটিতে প্রতিবছর নতুন করে এইডস আক্রান্ত হচ্ছে এক লাখ মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১৮ সালের শেষ অর্ধেক বছরে নতুন করে আরো ৪০ হাজার মানুষ এইডস বা এইচআইভিতে আক্রান্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, যৌন সম্পর্কের কারণেই মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। অতীতে দেশটিতে মূলত রক্ত দেয়া নেয়ার মাধ্যমেই এ রোগটি বেশি ছড়াতো। কর্মকর্তারা বলেন, বর্তমানে এ অবস্থার পরিবর্তন ঘটেছে। রক্তের মাধ্যমে এইডস অথবা এইচআইভি ছড়ানোর সংখ্যা এখন প্রায় শূন্য। প্রতি বছর চীনে নতুন করে এক লাখ মানুষ এইডসে আক্রান্ত হচ্ছে বলে জানান তারা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।